
কাউন্টার-অফেন্সিভ : ইউক্রেনের নিপার নদী অতিক্রম; খেরসন ও বাখমুতে উল্লেখযোগ্য সাফল্য; সামনে কী?
গত এক মাস মানে জুন মাসের বেশির ভাগ সময় ধরে ইউক্রেন জ্যাপরিঝিয়া এবং কিছুটা সময়ে বাখমুতে কাউন্টার-অফেন্সিভ চালিয়েছে। কিন্তু এদের সবচেয়ে বড় সাফল্যটি এলো বোধ হয় খেরসনেই। কেননা নোভা কাখোভকা ড্যামে বিস্ফোরণ ও এরপর সেই অঞ্চলে বন্যার পরও তারা নিপার নদী অতিক্রম করে এর বাম তীরে একটি স্থায়ী শক্তিশালী মিলিটারি […]