
রাশিয়া-ইউক্রেইনের যুদ্ধে এস্কেলেশন : রাশিয়ার রিইনফোর্সমেন্ট, ইউক্রেইনের সহায়তা-প্রাপ্তি ও জেডএনপিপি-তে বিস্ফোরণের সম্ভাবনা
আগেই বলেছিলাম, ওয়াগনারের ব্যর্থ অভ্যুত্থানের পর পুতিনকে হয় শান্তি প্রক্রিয়ায় যেতে হবে, নয়তো যুদ্ধকে এস্কেলেট করতে হবে বা বাড়াতে হবে। আর পুতিন গ্রহণ করেছেন দ্বিতীয়টি। এই আর্টিকেলে তাই এই বিষয়ে সাম্প্রতিক সম্ভাবনাগুলো নিয়ে লেখা হচ্ছে। তবে সেটায় যাবার আগে ইউক্রেইনের অবস্থা নিয়ে বলতে হয়। এর আগের একটি পোস্টে ইউক্রেইনের কাউন্টার-অফেন্সিভের […]