ইন্দোইউরোপিয়ান ভাষাসমূহের বিবর্তন

Bonjour! Namastē! Hyālō! যেভাবেই কাউকে “hello,” বলুন না কেন, আপনি শুনে অবাক হতে পারেন যে, পৃথিবীর ৪০০ এরও বেশি ইন্দোইউরোপিয়ান লেংগুয়েজ এসেছে সম্ভবত একটি কমন লেংগুয়েজ থেকে যা একসময় এনশিয়েন্ট আনাতোলিয়ার (আজকের তুরস্ক) মানুষের ভাষা ছিল। ইন্দোইউরোপিয়ান লেংগুয়েজ হল একটি নির্দিষ ল্যাংগুয়েজ গ্রুপ যার মধ্যে ইংরেজি, স্প্যানিশ, জার্মান, হিন্দী, ঊর্দু, বাংলা ইত্যাদি ভাষা পড়ে।
 
Business Insider এর সায়েন্স টিম একটি এনিমেশন ভিডিও তৈরি করেছে যেখানে দেখানো হয়েছে কিভাবে আজকের তুরস্ক থেকে ভাষা এশিয়া ইউরোপে ছড়িয়ে পড়ে এবং আজকের ভাষাগুলোতে বিবর্তিত হয়।
 
নিউজিল্যান্ডের University of Auckland এর ইভোল্যুশনারি বায়োলজিস্ট Quentin Atkinson ২০১২ সালে Science জার্নালে একটি স্টাডি পাবলিশ করেন (http://www.sciencemag.org/content/337/6097/957) যার উপর ভিত্তি করে এই এনিমেটেড ম্যাপটি তৈরি করা হয়েছে। জেনেটিসিস্টরা ভাইরাল আউটব্রেক ট্রেস করতে একটি কম্পিউটেশনাল মেথোড ব্যবহার করেছিলেন। এটকিনসনও আধুনিক ইন্দো-ইউরোপিয়ান ভাষাগুলোর রুট বের করতে এবং কিভাবে এটি সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েছে তার বিস্তারিত বর্ণনা খুঁজতে একই পদ্ধতি ব্যবহার করেহিলেন।
 
ভিডিওটির লিংক দেয়া হল:
v=KdQwalCPNAs&feature=youtu.be

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.




This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.