সৌরমণ্ডলের অন্যগ্রহগুলোর ধ্বংসের কারন হতে পারে প্লানেট নাইনের অস্তিত্ব

ইন্টারনেটে কনস্পিরেসি থিওরির আলামত কম দেখা যায় না। বিশেষ করে যে সব গ্রহ গুলো এখনো আবিষ্কার হয়নি সেগুলো পৃথিবীর উপর আছড়ে পরলো বলে। পৃথিবী ধ্বংসের গুজব কিন্তু কম ছড়ায় না স্যোসাল মিডিয়ায় । প্রমাণ হিসেবে নতুন গ্রহের একটা নাম দিলেই হলো।

বাস্তবে যদি প্লানেট নাইন বা নাইন গ্রহটি থাকেও সেটা নেপচুনের কক্ষপথের অনেক পিছনে এবং এটা পৃথিবীতে আদৌ কোন প্রভাবই ফেলবে না। কিন্তু নতুন একটা গবেষণা অনুসারে প্লানেট নাইন পারতপক্ষে সোলার সিস্টেমে অনেক সমস্যা ঘটাবে যদিও সূর্যের জীবদ্দশার শেষে এটা হবে।

ইউনিভার্সিটি অফ ওয়ারইউক থেকে ডক্টর ডিমিতি ভেরাস সোলার সিস্টেমের দূর ভবিষৎ নিয়ে সিমুলেট করেছেন। ৭ বিলিয়ন বছরের মধ্যে এই সূর্য মরতে শুরু করবে এবং এর জীবন শেষে এটা বড় লাল শক্তিশালী বস্তুতে পরিণত হবে, এত বড় হবে যে এটা পৃথিবীর কাছে পৌছুবে, সম্ভবত পৃথিবীকে খেয়ে ফেলবে।

এমন একটা বড় নক্ষত্রে বাহিরের স্তর আলগা হয় গ্রাভিটির কারনে, তাই  ভর নিক্ষেপে থাকা এই গ্যাস ধীরে ধীরে উড়ে যাবে এবং এই নক্ষত্রটি সাদা বামনে রুপ নিবে। ম্যাস ইজেকশনটি (ভর নিক্ষেপটি)এই সিস্টেমের গ্যাস বৃহৎ বৃহষ্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনের বাইরের দিকে ঠেলে নিরাপদ কক্ষপথে পৌছে দিবে। এটা শুনতে বেশ রুপকথাই মনে হচ্ছে।

কিন্তু প্রত্যেক ভাল রুপকথার মধ্যে প্রয়োজন হবে অপ্রত্যাশিত বিপদের এবং ভেরাসের গবেষণায় এই ভিলেনটা হচ্ছে প্লানেট নাইন। স্যিমুলেশন নির্দেশ করে যে যখন সুবিশাল গ্যাস কক্ষপথের বাইরে বিস্তৃত হবে, তখন প্লানেট নাইন স্ফীত হবে এবং এটার গুরুত্ব বেড়ে যাবে, আর এটা হবে কসমিক বিলিয়ার্ড বলের চালক।  প্লানেট নাইনের ভরের উপর নির্ভর করে বিশাল গ্যাস শেষ হবে এবং রহস্যময় নতুন গ্রহের মহাকর্ষীয় প্রভাবে ইউরেনাস এবং নেপচুনকে ভেঙ্গে ফেলবে অথবা সূর্যের দিকে ঠেলবে।

একটা দুরবর্তী বিশাল গ্রহের অস্তিত্ব মৌলিকভাবে সোলার সিস্টেমের অবস্থা পরিবর্তন করতে পারে। ইউরেনাস এবং নেপচুন বিশেষ করে সূর্যের জীবনাবসানের পর নিরাপদ থাকবে না, ভেরাস বলেন।

যদি এর অস্তিত্বই থাকে তাহলে এই সোলার সিস্টেমের ভাগ্য নির্ভর করতেছে প্লানেট নাইনের ভর এবং পক্ষপথের বৈশিষ্ট্যের উপর।

রয়াল এস্ট্রোনমিক্যাল স্যোসাইটির মাসিক নোটিসে প্রকাশ পেয়েছে এই গবেষণাটি, ভেরাস মিল্কি ওয়ে জুরে হোয়াইট ডোয়ার্ফের দৃশ্যগুলোর বৈশিষ্ট্যের সাথে সংযুক্ত করেন।  হোয়াইট ডোয়ার্ফ ক্ষয়িত পাথুরে মেঘের চতুর্পাশের পর্যবেক্ষণ করা বলা যায়, সেই সিস্টেমগুলোয় একটা প্লানেট নাইন থাকতেই পারে।

তথ্যসূত্র:

  1. https://www2.warwick.ac.uk/newsandevents/news/planet_nine_could/
  2. http://www.sciencealert.com/if-planet-nine-exists-it-could-spell-disaster-for-other-planets-in-the-solar-system

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.




This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.