উদ্ঘাটিত হল মানুষের উন্নত বুদ্ধিমত্তার প্রকৃত কারণ

এতদিন পর্যন্ত মানুষ অন্যান্য প্রাইমেটদের চাইতে বেশি বুদ্ধিমান কেন এই প্রশ্নে বিজ্ঞানীদের ব্যাখ্যা ছিল যে, বিবর্তনের মাধ্যমে মানুষের ক্ষেত্রে মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স অঞ্চলটি অন্যান্য প্রাইমেটদের তুলনায় বড় হয়ে গিয়েছিল, মস্তিষ্কের তুলনায় এই প্রিফ্রন্টাল কর্টেক্স এর আকারের অনুপাত মানুষের ক্ষেত্রে বেশি হয়ে গিয়েছিল। প্রিফ্রন্টাল করটেক্স অঞ্চলটি কগনিটিভ এবিলিটি বা বুঝতে পারার সক্ষমতার সাথে সম্পর্কযুক্ত।  যাই হোক, সম্প্রতি নতুন একটি গবেষণায় উঠে এসেছে যে মানুষ এবং অন্যান্য প্রাইমেটদের মস্তিষ্কে প্রিফ্রন্টাল কর্টেক্স এর অনুপাত সমান থাকে।

গবেষণাটির লেখক বলছেন, মানুষের উন্নত বুদ্ধিমত্তা প্রিফ্রন্টাল কর্টেক্স এর বিবর্তনগত বৃদ্ধির ফলে হয় নি। বরং আমাদের তুলনামূলকভাবে অধিক বুদ্ধিমান হবার কারণ হয়তো অনেক সরল। সম্ভবত আমাদের বুদ্ধিমত্তা বৃদ্ধির কারণ এই যে অন্যান্য প্রাইমেটদের তুলনায় আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সে নিউরনের সংখ্যা অন্যান্য অংশের নিউরনের সংখ্যার তুলনায় বৃদ্ধি পেয়েছিল।

এই উপসংহারে আসার জন্য গবেষকগণ একটি পদ্ধতি ব্যবহার করেন যার নাম হল আইসোট্রপিক ফ্র্যাকশনেটর। এটার মাধ্যমে মানুষের মস্তিষ্কে প্রিফ্রন্টাল কর্টেক্স এর  নিউরন সংখ্যার পরিমাণ নির্ণয় করা যায়। অন্যান্য সাতটি প্রাইমেট প্রজাতির উপর এটা পরীক্ষা করা হয় যাদের মধ্যে ক্যাপুচিন বানর, বেবুন এবং ম্যাকাক ছিল। আর মানুষ সহ সব প্রজাতির প্রাইমেটদের মস্তিষ্কে এই পদ্ধতিটি প্রয়োগ করে দেখা গেল যে, প্রত্যেকের ক্ষেত্রেই প্রিফ্রন্টাল কর্টেক্স এর নিউরন সংখ্যা সমগ্র মস্তিষ্কের নিউরন সংখ্যার শতকরা ৮ ভাগ। এই গবেষণাটি প্রোসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সাইন্সের জার্নালে প্রকাশিত হয়েছে।

সুতরাং এই গবেষণাটি থেকে দেখা গেল যে মস্তিষ্কে প্রিফ্রন্টাল কর্টেক্সের নিউরনের অনুপাত অন্যান্য প্রাইমেটদের তুলনায় বেশি বলেই যে মানুষের বুদ্ধিমত্তা বেশি এমনটা নয়, কেননা মানুষ সহ সকল প্রাইমেটেরই প্রিফ্রন্টাল কর্টেক্স অংশের নিউরনের সংখ্যা পুরো মস্তিষ্কের নিউরনের সংখ্যার ৮ শতাংশ।

এরপর বিজ্ঞানীরা অন্যান্য প্রাইমেটদের সাথে মানুষের প্রিফ্রন্টাল কর্টেক্স এর গ্রে ম্যাটার ও হোয়াইট ম্যাটারের আয়তনের তুলনা করেন। গ্রে ম্যাটারে নিউরনের সেল বডি থাকে, আর হোয়াইট ম্যাটারে নিউরনের কানেক্টিং ব্রাঞ্চগুলো থাকে যাদেরকে এক্সনস বলা হয়। কিন্তু গবেষণা করে দেখা গেল সকল প্রাইমেটদের বেলাতেই এদের অনুপাতও সমান।

সুতরাং এতগুলো গবেষণার মাধ্যমে এটাই প্রমাণিত হল যে মানুষের বুদ্ধিমত্তার বিবর্তন আসলে প্রিফ্রন্টাল কর্টেক্সের দিকে নিউরন ডিস্ট্রিবিউশন ঝুঁকে যাওয়ার ফলে হয় নি, আর মানুষের প্রিফ্রন্টাল কর্টেক্স অন্যান্য প্রাইমেটদের তুলনায় এক্সট্রাঅর্ডিনারি বা অসাধারণ কিছু নয়।

অন্যান্য প্রাইমেটদের সাথে মানুষের মস্তিষ্কের মধ্যে কেবল একটাই পার্থক্য রয়েছে, আর সেটা হল মস্তিষ্কের আয়তন। মানুষের মস্তিষ্ক অন্যান্য প্রাইমেটদের তুলনায় আকারে বড় বলে, তাদের মস্তিষ্কে মোট নিউরন সংখ্যাও বেশি, আর তাই অনুপাত সমান হলেও প্রিফ্রন্টাল কর্টেক্সে নিউরনের সংখ্যাও অন্যান্য প্রাণীদের তুলনায় মানুষের ক্ষেত্রে বেশি। আর একারণেই মানুষ অন্যান্য প্রাইমেটদের তুলনায় বেশি বুদ্ধিমান। সুতরাং মানুষের বুদ্ধিমত্তার সাতন্ত্র কেবলমাত্র অধিক নিউরনের জন্যই, নিউরনের কোন বিশেষ বিণ্যাস বা অনুপাতের জন্য নয়।

 

 তথ্যসূত্র:

  1. http://www.pnas.org/cgi/doi/10.1073/pnas.1610178113

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.




This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.