নতুন একটি গবেষণা বলছে বেশিরভাগ নারীই সমকামী বা উভকামী

সম্প্রতি নতুন একটি গবেষণা বলছে, বেশিরভাগ নারীই স্ট্রেইট বা হেটেরোসেক্সুয়াল বা বিষমকামী নয়। তারা হয় বাইসেক্সুয়াল বা উভকামী অথবা হোমোসেক্সুয়াল বা সমকামী।

যদিও সমকামী নারীরা অন্য নারীর প্রতি বেশি আকৃষ্ট হয়, নিজেদেরকে স্ট্রেইট দাবী করা বেশিরভাগ নারীই নারী, পুরুষ উভয়েরই নগ্ন দেহ দেখে উত্তেজিত হয়।

ইউনিভার্সিটি অব এসেক্স এর ডিপার্টমেন্ট অব সাইকোলজির Dr. Gerulf Rieger দ্বারা এই গবেষণাটি পরিচালিত হয়। এক্ষেত্রে তারা ২৩৫ জন মহিলাকে অনেকগুলো নগ্ন নারী-পুরুষের ভিডিও দেখান ও তাদের রেসপন্স রেকর্ড করেন। তারা দেখেন,এদের মধ্যে ৮২ শতাংশ নারীঈ উভয় লিঙ্গের প্রতি উত্তেজিত হয়েছেন। এক্ষেত্রে সেক্সুয়াল স্টিমুলির রেসপন্সে চোখের পিউপিল এর বিস্তৃত হওয়া সহ আরও অনেক ইন্ডিকেটরকে ভিত্তি করে এব্যাপারে নিশ্চিন্ত হওয়া গেছে।

যেসকল মহিলা নিজেদেরকে স্ট্রেইট বা বিষমকামী বলে দাবী করছিলেন তাদের ৭৪ শতাংশই আকর্ষণীয় নারী, পুরুষ উভয়ের প্রতিই শক্তিশালী সেক্সুয়াল এরাউজাল প্রদর্শন করেছেন। তুলনায়, সমকামীরা পুরুষের তুলনায় নারীদের প্রতি বেশি শক্তিশালী সেক্সুয়াল রেসপন্স প্রদর্শন করেছেন।

Dr Riegler বলেন, “বেশির ভাগ মহিলা নিজেকে স্ট্রেইট বলে আইডেন্টিফাই করলেও, আমরা যখন দেখি কোন জিনিস্টা তাদের টার্ন অন করছে, তখন এ বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে তারা হয় বাইসেক্সুয়াল নয় তো গে।” তিনি আরও বলেন, গবেষণা থেকে দেখা যায়, যে সব লেসবিয়ানরা বেশি করে ম্যাসকুলিন ম্যানারে পোশাক পরেন তাদের সে অনুযায়ী ম্যাসকুলিন বিহ্যাভিওর বা পুরুষালি স্বভাব নাও থাকতে পারে।

তিনি বলেন, “যদিও কিছু লেসবিয়ান তাদের সেক্সুয়াল এরাউজালে অধিক ম্যাসকুলিন বা পুরুষালী ছিল, আবার কেউ কেউ আচরণে বেশি পুরুষালি ছিল। এর মানে এই না যে তারা একই মানুষ ছিল। এটা আমাদের দেখায় যে, সকলের সামনে একজন নারীকে কিভাবে দেখা যায় তার সাথে তার সেক্সুয়াল রোল প্রিফারেন্স সম্পর্কে কিছুই ধারণা করা যাবে না।”

একটি YouGov সার্ভেতে পূর্বে দেখা গিয়েছিল যুক্তরাজ্যের ৫০ শতাংশ কমবয়সী মানুষ নিজেদেরকে শতভাগ স্ট্রেইট বলে সনাক্ত করতে পারেনি। আবার এটাও দেখা গেছে যে, ৪১ শতাংশ মানুষ নিজেদেরকে হোমোসেক্সুয়াল ও এক্সক্লুসিভলি হেটেরোসেক্সুয়াল এর মাঝামাঝি কোন স্থানে ফেলতে চান। এগুলো সাজেস্ট করে, আমরা আমাদের দেখা সেক্সুয়ালিটি দুই প্রান্তে খুব একটা পোলারাইজড না।

তথ্যসূত্র:
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/26501187

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.




This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.