ইন্দোনেশিয়ার Sulawesi দ্বীপে মিলল আর্কাইক হিউম্যান প্রজাতির খোঁজ

TOP TOOLS.png

ইন্দোনেশিয়ার Sulawesi দ্বীপে ১১৮,০০০ বছর পুরোনো পাথরের কিছু সরঞ্জাম পাওয়া গেছে। এগুলো দেখে বোঝা যাচ্ছে যে এই দ্বীপে মানুষ প্রবেশ করার আনেক যুগ আগেই কোন আর্কাইক হিউম্যান স্পিসিজ বাস করত যা আমাদের স্পিসিজ আধুনিক মানুষ থেকে আলাদা। এরা ঠিক কারা তা এখনও জানা যায় নি। অনুসন্ধানটি Nature সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

প্রায় এক মিলিয়ন বছর আগে হোমিনিনদের একটি গ্রুপ (আমাদের বিলুপ্ত পূর্বপুরুষ) ইন্দোনেশিয়ার Flores দ্বীপে বসবাস স্থাপন করেছিল। এরপর প্রায় ৫০,০০০ বছর পূর্বে হোমো সেপিয়েনরা অস্ট্রেলিয়া ও পাপুয়ার এলাকা নিয়ে গঠিত সাহুল অঞ্চলের দিকে যায়। সাহুল আর কন্তিনেন্টাল এলাকার মাঝের বিশাল জায়গার মধ্যে সবচেয়ে বড় ও প্রাচীন দ্বীপটি হল Sulawesi দ্বীপ। উপরে বর্ণিত দুটি প্রজাতির ছড়িয়ে পড়ার ঘটনা সম্পর্কে জানার জন্য এই দ্বীপটি তাই খুবই গুরুত্বপূর্ণ। পূর্বে এই দ্বীপের লাইমস্টোন গুহার ভেতরের রক আর্ট দেখে জানা গিয়েছিল যে এই দ্বীপে ৪৫,০০০ বছর পূর্বে মানুষ বাস করত।

এছাড়া এই দ্বীপের দক্ষিণ পশ্চিমে অঞ্চলে খোড়াখুড়ি করে একটি নতুন সাইট পাওয়া গেছে যেখানে অনেক ইন সিটু স্টোন আর্টিফ্যাক্ট ও ফসিল দাঁত পাওয়া যায়। ফসিল দাঁতগুলো ম্যামথের মত দেখতে Stegodon, শুকরের মত দেখতে Celebochoerus ও মহিষের মত দেখতে Bubalus depressicornis এর দাঁত ছিল।

Talepu অঞ্চলে ডিপ ট্রেঞ্চ এক্সক্যাভেশন করে সিলিকেটেড লাইমস্টোন পাথর দিয়ে তৈরি করা ৫.১ ইঞ্চি আর্টিফ্যাক্ট পাওয়া যায়। এগুলোর বেশির ভাগই শক্ত হ্যামার ব্যবহার করে চূর্ণ করা হয়েছিল লেজার ও ইউরেনিয়াম সিরিজ ডেটিং করে জানা যায় যে ফসিলগুলো ২০০,০০০ থেকে ৭৮০,০০০ বছর আগের আর স্টোন আর্টিফ্যাক্টগুলো ১১৮,০০০ থেকে ১৯৪,০০০ বছর আগের। এর অর্থ হল এখানে আমাদের স্পিসিজ আসার পূর্বে অন্য কোন হিউম্যান স্পিসিজ এসেছিল।

অনেক গবেষকই ভেবেছিলেন যে এই দ্বীপে মানুষই প্রথমে আসে। কিন্তু এখন দেখা যাচ্ছে এখানে দীর্ঘদিন ধরে কোন আর্কাইক হোমিনিন ছিল। কিন্তু এই প্লাইস্টোসিন যুগের মানুষদের কোন হোমোফসিল না পাওয়া গেলে এই প্রজাতিটির এনসেস্ট্রাল অরিজিন সম্পর্কে জানা যাচ্ছে না। এখন এই আইল্যান্ডে কলোনাইজার ঠিক কারা ছিল এটা নিয়ে ৩টি প্রজাতির কথা ভাবা হচ্ছে। এই ক্যান্ডিটেটরা হল Flores এর Homo floresiensis, Java এর Homo erectus এবং রহস্যময় দেনিসোভানরা।

তবে বিজ্ঞানী Van Den Bergh মনে করছেন, এদের হোমো ইরেকটাস হবার সম্ভাবনাই বেশি। দলটি ভাবছে এদের অরিজিন বোর্নিও থেকে পশ্চিম দিকে আর ফিলিপাইন থেকে উত্তরের দিকে। যদি তাই হয় অন্যান্য দ্বীপগুলোতে অনুসন্ধান করে হয়তো এদের সম্পর্কে না জানা অনেক তথ্য উদঘাটন করা সম্ভব।

MAP_3

http://nature.com/articles/doi:10.1038/nature16448

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.




This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.