মানব মস্তক প্রতিস্থাপনের পথে আরেক ধাপ অগ্রযাত্রা

ইতালির ফ্লোরেন্সের একটি ভাষ্কর্য যেখানে পারসিয়াস মেডুসার মস্তক হাতে দাঁড়িয়ে আছে

২০১৫ সালে সিএনএন থেকে বিষ্ময় সহকারে প্রশ্ন করা হয়েছিল, “খুব শ্রীঘ্রই কি হিউম্যান হেড ট্রান্সপ্ল্যান্ট (মানব মস্তক প্রতিস্থাপন) আসছে?”। উত্তর দেবার জন্য এটা একটা অতিমাত্রায় বিষ্ময়কর প্রশ্ন ছিল।

যাই হোক, এখন ২০১৭ আর এরকম কোন অপারেশনের সুযোগ আপনাদের বাসার আশেপাশের কোন লোকাল হাসপাতালে থাকার কথা না। কিন্তু, নিউরোসায়েন্টিস্ট সারজিও ক্যানাভেরো ঘোষণা করেছিলেন তিনি এই মস্তক প্রতিস্থাপন নিয়ে কাজ করে দেখতে চান। এই ঘোষণার পর তার সমসাময়িক সকলে তাকে সাংঘাতিক রকমের তাচ্ছিল্য করে। কিন্তু নতুন একটি গবেষণার সাহায্যে এবার তিনি দাবী করছেন মানব মস্তক প্রতিস্থাপনকে বাস্তব বানানোর পথে তিনি আরেক ধাপ এগিয়ে গেছেন।

কনসেপ্টটা খুব সরল। আপনি কি সম্প্রতি এমন কোন দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন যার কারনে আপনার ঘার থেকে নিচের সমস্ত অংশ অবশ হয়ে গেছে? আপনি কি এমন কোন বাজে জেনেটিক কনডিশনে ভুগছেন যে একদিন আপনি আর হাঁটতে বা এমনকি শ্বাস প্রশ্বাসও নিতে পারবেন না? কোন সমস্যা নেই – শুধু নিজের মস্তকটা হেড ট্রান্সপ্ল্যান্ট বা মস্তক প্রতিস্থাপনের মাধ্যমে অন্য একটা দেহে জুড়ে দিন, বাস!

ক্যানাভেরোর এই আইডিয়াকে “জেমিনি প্রোটোকল” নামে ডাকা হয়। বর্তমান চিকিৎসাবিজ্ঞান সম্পুর্ণভাবে স্পাইনাল কর্ড ঠিক করে দিতে সক্ষম নয় যেকারণে একজন কোয়াড্রিপ্লেজিক (যার চারটা লিম্বই অর্থাৎ দুই হাত ও দুই পা অবশ) আর কখনও হাঁটতে পারেন না। কিন্তু সিএনএস নিউরোসায়েন্স এন্ড থেরাপিউটিক্স  এ প্রকাশিত ক্যানাভেরোর নতুন গবেষণাটিতে দাবীর করা হচ্ছে যে স্পাইনাল কর্ড ঠিক করে দেবার সাফল্য  অর্জন করা গেছে, অন্তত কিছুক্ষণের জন্য ইঁদুরদের মধ্যে এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।

চীনের হারবিন মেডিকেল ইউনিভার্সিটির জিয়াওপিং রেন কর্তৃক পরিচালিত একটি সার্জিকাল টিম ১৫টি ইঁদুরের স্পাইনাল কর্ড বিচ্ছিন্ন করে দেন। এরপর তারা এদের ৯টার স্পাইনাল কর্ড ঠিক কয়ার চেষ্টা করেন, আর বাকিগুলোকে বিশ্রামে পাঠান। পলিথিলিন গ্লাইকল নামক একটি যৌগ আছে যা ইন্ডাস্ট্রিয়াল প্রোসেস এবং মেডিসিন উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়। তারা এই পলিথিলিন গ্লাইকল দিয়ে স্পাইনাল কর্ডের ভেঙ্গে যাওয়া সংযোগ ঠিক করার চেষ্টা করেন, সেই সাথে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়া ইঁদুরগুলোর চিকিৎসাও তারা করেন।

এদের একটি ছাড়া বাকি ইদুঁরগুলো অন্তত ৩০ দিনের জন্য বেঁচে ছিল এবং বেসিক মোটর ফাংশনালিটি সারিয়ে তুলতে এবং এর ফলে হাঁটতে সক্ষম হয়। এদের দুটো স্বাভাবিক অবস্থায় ফিরতে সক্ষম হয়।

গবেষকদের দলটি লেখেন, “আমরা দেখিয়েছি যে একটি সম্পুর্ণ বিচ্ছিন্ন হওয়া স্পাইনাল কর্ডযুক্ত প্যারালাইসিস অবস্থা থেকে আবার ফিরে আসা সম্ভব”। অবশ্য তারা এও বলেন, স্পাইনাল কর্ডের এই বিচ্ছিন্ন হওয়াটা পরিষ্কার হতে হবে যাতে সর্বনিম্ন ক্ষতি নিশ্চিত হয়। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বাস্তব জীবনের দুর্ঘটনাগুলোতে এরকম খুবন কমই হয়। আর সেই সাথে এও মনে রাখতে হবে যে মানুষের স্পাইন বা মেরুদণ্ডের হাড়গুলো ইঁদুরেরগুলোর চেয়ে অনেক বেশি জটিল।  কিন্তু তবুও তারা কাজ করে যাচ্ছেন। তারা জানান, এরপর তারা কুকুর নিয়ে পরীক্ষা করবেন, আর তাদের চূড়ান্ত লক্ষ্য থাকবে মানুষের বিচ্ছিন্ন স্পাইনাল কর্ডকে ঠিক করার চেষ্টা করা। এটা কার্যকরীভাবেই হেড ট্রান্সপ্ল্যান্ডের ঠিক এক ধাপ দূরে, যদিও এই দুই অপারেশন সম্পর্কিত জ্ঞানের ক্ষেত্রে দূরত্ব অনেক অনেক বেশি।

একটা মাথা একজনের থেকে তুলে এনে আরেকজনের শরীরে বসিয়ে দেয়া, এটা এত সহজ নয়। মাথা আর শরীরের ইমিউন সিস্টেম বা রোগপ্রতিরোধ ক্ষমতার যে সংঘাতটা হবে এর ফলে তা সাংঘাতিক। এছাড়া এরও কোন সাক্ষ্যপ্রমাণ নেই যে মাথা ও শরীরের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র একেবারে কার্যকরীভাবে একে অপরের সাথে জুড়ে যাবে। সেই সাথে পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র এবং রক্তপ্রবাহ তন্ত্রের জুড়ে যাবার ব্যাপার তো আছেই। তবে ২০১৫ সালে ক্যানাভেরো বলেছিলেন, “একবার আমাকে একটি নতুন শরীর সংযুক্ত করতে দিন, আমি সম্পূর্ণভাবে আশা করছি যে মাথা ও শরীরের একে অপরের সাথে মানিয়ে নেবে।”

এই নতুন গবেষণাটিতে ইঁদুরগুলোর মস্তক ধর থেকে বিচ্ছিন্নও কিন্তু করা হয় নি, কেবল তাদের মেরুদণ্ড ভাঙ্গা হয়েছে। এই দুটো কিন্তু খুবই আলাদা দুটো ব্যাপার। যাই হোক, এই ব্যাপারটি সফল হলেও মানব মস্তক প্রতিস্থাপন আরও অনেক দূরের বিষয়। কোন কোন বিশেষজ্ঞের মতে এর জন্য আমাদের অন্তত আরও এক শতক অপেক্ষা করতে হবে। কিন্তু না, এই ডিসেম্বরেই এটা শিডিউল করা হয়ে গেছে! আসলে একজন দুর্লভ মোটর নিউরন রোগে আক্রান্ত রাশিয়ান ব্যক্তির উপর এটি পরীক্ষা করার কথা ছিল, কিন্তু এখন একজন চাইনিজ ব্যক্তির উপর হেড ট্রান্সপ্ল্যান্ট অপারেশন করা হবে ঠিক হয়েছে। দেখা যাক কী হয়…

 

 

তথ্যসূত্র:

  1. http://www.newsweek.com/head-transplant-sergio-canavero-repair-spinal-cord-rats-625689
  2. http://edition.cnn.com/2015/04/03/health/italian-neurosurgeon-says-human-head-transplant-will-happen-in-two-years/
  3. http://onlinelibrary.wiley.com/doi/10.1111/cns.12713/full
  4. https://braindecoder.com/post/please-dont-take-the-head-transplant-surgeon-seriously-1085090918
  5. https://www.livescience.com/50074-head-transplants-wont-happen.html
  6. https://www.buzzfeed.com/azeenghorayshi/no-head-transplants-are-definitely-not-going-to-happen?utm_term=.tjLllpjde#.keXMMv45J

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.




This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.