নিনিওর এক্সটিংকশন ইল্যুশন: একটি ডট দেখা গেলেও ডটের সংখ্যা আসলে বারটা!!

একে GIF ফাইল বলে মনে হতে পারে, কিন্তু আসলে এটা কেবলই নিনিওর এক্সটিংকশন ইল্যুশন (Ninio’s extinction illusion)। ছবির এই গ্রিডটিতে ১২টি কালো ডট আছে। কিন্তু এদের সবগুলোকে একসাথে দেখাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার যদি না আপনি চান আপনার মাথাব্যাথা ধরুক।

এই ইল্যুশনটি তৈরি করেছেন জ্যাকুইস নিনিও। তিনি একজন বায়োলজিস্ট যিনি ভিজুয়াল পারসেপশন এর উপর বিশেষজ্ঞ। তিনি লুডিমার হারমান এর বিখ্যাত হারমান গ্রিড ইল্যুশন এর একটি ভেরিয়েশন হিসেবে এই এক্সটিংশন ইল্যুশনটি তৈরি করেন। হারমান গ্রিড ইল্যুশনে একটা কালো ব্যাকগ্রাউন্ড থাকে এবং এরমধ্যে সাদা রং এর গ্রিড থাকে। এই সাদা রং এর গ্রিড এর ইন্টারসেকশনে  ধূসর বর্ণের গোল গোল ছোপ দেখা যায় আসলে যা সেখানে নেই। এটাই ছিল হারমান গ্রিড ইল্যুশন।

হারমান গ্রিড ইল্যুশন
হারমান গ্রিড ইল্যুশন

 

গেম ডেভেলপার উইল কারস্লেক এটা এই রবিবারে টুইটারে শেয়ার করেন আর খুবন শীঘ্রই এটা রেডিট (Reddit এর শীর্ষে স্থান করে নেয়।

জ্যাকুইস নিনিও (যার নামে এই ইল্যুশনের নামকরণ করা হয়েছে) এই ইল্যুশনের ব্যাপারে পারসেপশন  জার্নালে ১৯৯৯ সালে একটি গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। যাইহোক, প্রশ্ন হচ্ছে, কেন আমাদের মধ্যে এই ইল্যুশনটি হচ্ছে।

যদিও ঠিক কি কারণে এই ইল্যুশনটি ঘটে – এর এখনও কোন নির্দিষ্ট প্রমাণিত উত্তর পাওয়া যায় নি, তবুও এর সাম্ভাব্য ব্যাখ্যা হিসেবে “ভিজুয়াল ক্রাউডিং” কেই সবাই সাজেস্ট করে থাকেন। ভিজুয়াল ক্রাউডিং হল একট পারসেপচুয়াল ফেনোমেনন যা আমাদের পেরিফেরাল ভিশন এবিলিটির সাথে সম্পর্কিত। যদি একসাথে কয়েকটি জিনিস গুচ্ছ বা ক্লাস্টার হিসেবে থাকে, এদের সবগুলোকে দেখার ক্ষেত্রে আমাদের মস্তিষ্কের একটি মৌলিক সীমাবদ্ধতা আছে। দৃষ্টিসীমার যে অঞ্চলের জিনিসগুলোকে আমরা ফোকাস করতে পারি না, তাকে পেরিফেরি বলে। পেরিফেরিতে থাকা বস্তুকে সঠিকভাবে গণনা করা এবং তাকে নিয়ে স্টাডি করা অসম্ভব।

২০১২ সালে PMH জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে ডেভিড হুইটনি এবং ডেনিস এম লেভি এই ভিজুয়াল ক্রাউডিং এর ব্যাপারটিকে বর্ণনা করেছিলেন। তারা বলেন, “আমাদের দৃষ্টিসীমার পেরিফেরি অঞ্চলে থাকা লেখাকে পড়া এবং সেখানকার কোন বস্তুকে চিনতে পারার ক্ষেত্রে সবচেয়ে বড় বাঁধাটি হল “ক্রাউডিং”। ক্রাউডিং হল পেরিফেরাল অবজেক্টদের চেনার ক্ষেত্রে ক্লাটার বা একসাথে অনেকগুলো বস্তুর একটি ডিলিটারিয়াস বা ধ্বংসাত্মক এফেক্ট। এই এফেক্টের কারণে বিচ্ছিন্ন বা একাকী অবস্থায় যেসব বস্তুকে সহজে চিহ্নিত করা যায় তাদেরকে অবিশেষ বা গুরুত্বহীন এবং ক্লাটারে জাম্বলড বা ভীরের মধ্যে মিশে আছে বলে মনে হয়।”

আর ঠিক এই ঘটনাটাই ঘটেছে যখন আপনি এই নিনিওর এক্সটিংকশন ইল্যুশনের ছবিটির দিকে তাকিয়েছেন। যদি দুটি ডট একে অপরের কাছাকাছি থাকে তাহলেই কেবল এদের আলাদাভাবে দেখা যায়, নয়তো ভিজুয়াল পারসেপশন খারাপ হতে শুরু করে।

তাহলে আপনি একবারে কয়টি ডটকে দেখতে পারছেন?

 

তথ্যসূত্র:

  1. http://www.bustle.com/articles/183533-how-does-the-disappearing-dots-illusion-work-visual-crowding-might-explain-this-mind-bender 
  2. https://www.reddit.com/r/pics/comments/52bs6k/this_isnt_a_gif_your_eyes_just_cant_see_all_12/d7izn0p 
  3. http://pec.sagepub.com/content/29/10/1209.short
  4. http://citeseerx.ist.psu.edu/viewdoc/download?doi=10.1.1.294.6770&rep=rep1&type=pdf
  5. http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3070834/
  6. https://twitter.com/wkerslake/status/775105333333204992/photo/1 

1 Comment

  1. তবে দ্বিতীয় ছবির ইলুশনটা বাস্তবিক অর্থেই বেশ ধাঁধালো।

Leave a Reply

Your email address will not be published.




This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.