ভাষা বোঝার দক্ষতায় মানুষ অনন্য নয়

800px-Rhesus_macaque_Macaca_mulatta_(2154440309)

নতুন একটি গবেষণায় পাওয়া গেছে, মানুষের ক্ষেত্রে যে ব্রেইন স্ট্রাকচারটি মানুষকে ভাষা রিকগনাইজ করার ক্ষমতা দেয় তা অন্য প্রাইমেটদের ব্রেইনেও আছে। যাই হোক, এর মানে এই না যে আমরা এদের সাথে কথা বলতে পারব। এটা আমাদের ভাষাগত দক্ষতার বিবর্তনগত বা ইভোল্যুশনারি অরিজিন সম্পর্কে তথ্য দেয়।

Nature Communications জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়েছে। Newcastle University এর গবেষকদের দলটি এক্ষেত্রে বিভিন্ন সাউন্ড শোনার ক্ষেত্রে রেসাস ম্যাকাক বানরদের নিউরোলজিকাল এক্টিভিটি স্টাডি করার জন্য functional magnetic resonance imaging (fMRI) ব্যবহার করেন। তারা আবিষ্কার করেন, মানুষের ব্রেইনের লিংগুইস্টিক অপারেশনের সাথে সম্পর্কিত যে রেজিওনটি আছে,  বানরদের ক্ষেত্রে সেই একই রেজিওন একটিভ হয়েছে।

 

এই এক্সপেরিমেন্টটি পরিচালনার জন্য রিসার্চারগণ একটি আর্টিফিশিয়াল গ্রামার বা ফেক লেংগুয়েজ তৈরি করেন যেটার নিয়ম আর প্যাটার্ন ম্যাকাক বানরদের ভাষাটি শেখানোর জন্য যথেষ্ট সহজ ছিল। এরপর বানরদের কয়েকটি সিকুয়েন্স শোনানো হয়। এগুলোর কয়েকটা সেই গ্রামারের নিয়ম মানে, আর কয়েকটা সেই নিয়মকে ভায়োলেট করে। এরপর তাদের ব্রেইনের কোন রেজিওন এই ভায়োলেশন ডিটেক্ট করার সাথে জড়িত বের করার জন্য একই সাথে সেই নিয়ম মানা ও না মানা ফ্রেজগুলো শোনানোর সময় তাদের ব্রেইন স্ক্যান নেয়া হয়।

দেখা যায়, এই এক্টিভেটির এপিসেন্টার হল ভেন্ট্রাল ফ্রন্টাল এন্ড অপারকুলার করটেক্স বা ventral frontal and opercular cortex(vFOC)। এই অংশটি মানুষের ক্ষেত্রেও সিনট্যাক্টিক অর্ডারিং এবং প্রোসেসিং এর সাথে জরিত। এটা ১২জন মানুষের ক্ষেত্রে একই রকম টেস্ট করে কনফার্ম করা গেছে যেখানে একই রকম ভায়োলেশন এর জন্য vFOC তে একই রকম এক্টিভেশন প্যাটার্ন যায়।

এই গবেষণাটি পূর্বের আরেকটি গবেষণার ডেটার ভিত্তিতে করা হয় যেটা বলেছিল ভাষা বোঝার ক্ষমতা মানুষের ক্ষেত্রে অনন্য নয়। এই বছরেরই (২০১৫) একই লেখকের দ্বারা পরিচালিত প্রথম দিকের একটি গবেষণায় আর্টিফিশিয়াল গ্রামারের ঠিক ও ভূলের জন্য ম্যাকাক বানরদের আই মুভমেন্ট থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছিল লিংগুইস্টিক রুল ভায়োলেশনে তারা সেন্সেটিভ হতে পারে।

যাই হোক, এই লেটেস্ট স্টাডিটিই প্রথম যা দেখিয়েছে এই প্রোসেসটি মানুষ ও ম্যাকাক উভয়ের মস্তিষ্কেরই একই অংশ থেকে নিয়ন্ত্রিত হয়। এটা সাজেস্ট করে যে এই সিকোয়েন্স প্রোসেসিং ফাংশনটি বিবর্তনগতভাবে সংরক্ষিত বা ইভোল্যুশনারি কনজার্ভড। লেখক তাই প্রস্তাব করেন, এই vFOC আমাদের ও ম্যাকাকদের সাধারণ পূর্বপুরুষদের মধ্য বিবর্তিত হয়েছিল যার কারণে আমাদের এই বিশেষ ধরণের ক্ষমতা আছে।

আমাদের ল্যাংগুয়েজ প্রোসেসিং ক্যাপাবিলিটির এই ইভোল্যুশনারি ডেভেলপমেন্ট সম্পর্কে আবিষ্কার ছাড়াও রিসার্চারগণ আশা করছেন এই গবেষণাটি aphasia (স্ট্রোক করার পর লিংগুইস্টিক ফাংশনালিটি হারানোর অবস্থা) বা এরকম অবস্থার শিকার হওয়া মানুষের চিকিৎসার পদ্ধতি আবিষ্কারে সহায়তা করবে।

http://www.nature.com/ncomms/2015/151117/ncomms9901/full/ncomms9901.html

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.




This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.