নিম্ন আয়ের শহুরে মহিলাদের ক্ষেত্রে বিবাহ সুরক্ষামূলক সমাধান নয়

সেন্ট লুইয়ের ওয়াশিংটন ইউনিভার্সিটির সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে, শহরবাসী নিম্ন আয়ের অল্পবয়সী নারীদের ক্ষেত্রে বিবাহ সুরক্ষামূলক সমাধান নয়। যখন দরিদ্রতা এবং শিশুকল্যাণের মত বিষয় সামনে আসে, তখন বিবাহকে যেমন কার্যকর সমাধান ভাবা হয়েছিল তেমনটি নয়।

আগস্ট মাসে প্রকাশিত Children and Youth Services Review নামক জার্নালে “পরিবার গঠন: বিপদাপন্ন অল্পবয়সী নারীদের জন্য ইতিবাচক সমাধান? ” শিরোনামের নিবন্ধে সমাজকর্মের প্রফেসর মেলিসা জনসন-রিড এ সম্পর্কিত ফলাফল তুলে ধরেছেন। সেখানে তিনি উল্লেখ করেন যে, নারী ও শিশুদের ক্ষেত্রে বিবাহকে নেতিবাচক Adult Outcome এর সম্ভাবনার হ্রাসকারী রূপে পাওয়া যায়নি,যেমনটা পূর্বে ভাবা হতো।

Center for Violence and Injury Prevention নামক প্রতিষ্ঠানের এই পরিচালক বলেছেন, “আমরা একটি দাম্পত্যের বৈশিষ্ট্য বা প্রকৃতি কিরূপ হতে পারে তা নির্ণয় করতে সক্ষম হইনি। সেক্ষেত্রে এর পিছনে আরো কিছু কারণ বিদ্যমান থাকতে পারে।”
তিনি বলেন যে, এটা হতে পারে যে, নিপীড়নের ইতিহাস রয়েছে এমন অল্পবয়সী নারীরা নির্ভরযোগ্য জীবনসঙ্গী বেছে নিচ্ছে না। সেটা অর্থনৈতিক অগ্রগতি ভিত্তিতেই হোক আর সামাজিক সাহায্য সহযোগিতা বা সম্পর্কের ভিত্তিতে বা উভয় দিক দিয়েই হোক না কেন। অধিকাংশ অল্পবয়সী নারীরা সম্মুখীন হয় এমন দুইটি সমস্যা হচ্ছে তরুণীদের অন্তঃবর্তীকালীন ঝুঁকিপূর্ণ অবস্থা এবং মানসিক স্বাস্থ্যের বিষয়সমূহ। যেগুলো অল্পবয়সে গর্ভধারণের সাথে জড়িত এবং নেগেটিভ এডাল্ট সূচকের সাথে সম্পর্কযুক্ত। যা থেকে সহজেই বোঝা যায় যে, বিবাহ এইসব ঝুঁকির পর্যাপ্ত প্রশমনকারী নয়।

শৈশবে দারিদ্র এবং নিপীড়নের শিকার হয়েছে এমন ৪,৩৮৫ জন কম বয়সী নারীদের নিয়ে পরিবার গঠন বিষয়ক এই গবেষণাটি চালানো হয়। এ থেকে দেখা গেছে, স্বল্প উপার্জনকারী এবং নিপীড়িতদের ক্ষেত্রে অল্পবয়সীদের ঝুঁকিপূর্ণ অবস্থাকে প্রতিরোধের গুরুত্বকে কমিয়ে দেয়। এমনকি অপরিকল্পিত এবং অল্পবয়সে গর্ভধারণ তাদের জীবনকে বিপদাপন্ন করে তোলে।

 

তথ্যসূত্র:

http://phys.org/news/2016-06-marriage-mechanism-low-income-urban-women.html

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.




This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.