বাংলা সাহিত্যের নির্বাচিত একশো উপন্যাস

বাংলাকাব্যের তুলনায় কথাসাহিত্য পিছিয়ে থাকলেও একেবারে গরীব নয়।বিপুল না হলেও অক্ষুদ্র ভাণ্ডার থেকে একশো উপন্যাস নির্বাচন করাও কম পরিশ্রমের কাজ নয়,তাও আবার আমার মতো ‘না-বালক’ পাঠক যদি হয় নির্বাচক!

আমার অগণন সীমাবদ্ধতার মাঝেও চেষ্টা করেছি যত্নবান হতে।কিছু কথা বলা আবশ্যক:
১)তালিকাটা করা হয়েছে অগ্রসর পাঠকের জন্য।যারা বই পড়া শুরু করতে চান-এই তালিকা অনুসরণ করলে বিপদে পড়তে হবে।
২)উপন্যাস কথাসাহিত্যের অংশ।সেদিক বিবেচনায় বাংলা সাহিত্যে কথাসাহিত্যিক হিসেবে মুখ্য কিন্তু উপন্যাসিক হিসেবে আমার কাছে মনে হয়েছে গৌণ তাদের অনেকের উপন্যাস আমি স্থান দিতে পারিনি।আবার অনেক ক্ষেত্রে এমনও হতে পারে-তালিকাটি করবার সময় আমার স্মৃতিতে সে উপন্যাসটি ধরা দেয়নি।
৩)সমকালীন,অর্থাৎ এখনও যাঁরা লিখছেন-তাদের অন্তত বিশটি উপন্যাস নিশ্চিত করা ছিলো তালিকা করার পূর্বশর্তের একটি।
৪)একশো উপন্যাসের লিস্ট-খুব বেশি সময় নিয়ে করিনি,ফলে কিছু ত্রুটি থেকে যেতেই পারে,হতে পারে আমার পাঠ-সীমাবদ্ধতার কারণে এর চেয়েও উল্লেখযোগ্য উপন্যাস আছে-যা ‘নির্বাচিত একশো’ তালিকায় স্থান দেওয়া যায়,বা যে উপন্যাসগুলো তালিকাভুক্ত করা হয়েছে-তা যোগ্য নয়।
৫)কিছু উপন্যাসের শিল্পমান নিয়ে বিতর্ক থাকতে পারে,সে ক্ষেত্রে গুরুত্বকে প্রাধান্য দেওয়া হয়েছে।
পুনশ্চ আমার তালিকায় নেই,কিন্তু আপনার “নির্বাচিত একশো” তালিকায় স্থান পেতে পারে এমন বাংলা উপন্যাসের নাম মন্তব্যে জানাবেন।
আমার সকল দৈন্যতার আগাম স্বীকারোক্তি জানিয়ে…হ্যাপি রিডিং
(বর্ণমালার ক্রমানুসারে)
*অশ্বচরিত:অমর মিত্র
*অরণ্যের অধিকার:মহাশ্বেতা দেবী
*অলীক মানুষ:সৈয়দ মুস্তফা সিরাজ
*অগ্নিসংস্কার:নরেশচন্দ্র সেনগুপ্ত
*অসাধু সিদ্ধার্থ:জগদীশচন্দ্র গুপ্ত
*অন্তর্জলীযাত্রা:কমলকুমার মজুমদার
*অন্তঃশীলা,আবর্ত,মোহনা(ত্রয়ী):ধুর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়
*অশ্বমেধ:লোকনাথ ভট্টাচার্য
*অপরাজিত:বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
*আবু ইব্রাহীমের মৃত্যু:শহীদুল জহির
*আগুনপাখি:হাসান আজিজুল হক
*আরণ্যক:বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
*আমলকীর মৌ:দিলারা হাশেম
*আবহমানকাল:অসীম রায়
*উত্তম পুরুষ:রশীদ করিম
* উদ্ধারণপুরের ঘাট:অবধূত
*এখন আমার কোনো অসুখ নেই:সন্দীপন চট্টোপাধ্যায়
*কবি:তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
*কাবিলের বোন:আল মাহমুদ
*ক্রীতদাসের হাসি:শওকত ওসমান
*কপালকুণ্ডলা:বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
*কৃষ্ণকান্তের উইল:বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
*কালের রাখাল:চিত্তরঞ্জন মাইতি
*কাশবনের কন্যা:শামসুদ্দীন আবুল কালাম
*কাঞ্চনগ্রাম:শামসুদ্দীন আবুল কালাম
*কাঁদো নদী কাঁদো:সৈয়দ ওয়ালীউল্লাহ
*কেরী সাহেবের মুন্সী:প্রমথনাথ বিশী
*কালো বরফ:মাহমুদুল হক
*কুবেরের বিষয় আশয়:শ্যামল গঙ্গোপাধ্যায়
*কান্নাপর্ব:আহমাদ মুস্তফা কামাল
*কানাগলির কাহিনী:অচ্যুত গোস্বামী
*খোয়াবনামা:আখতারুজ্জামান ইলিয়াস
*খেলারাম খেলে যা:সৈয়দ শামসুল হক
*খরাদাহ:আবুবকর সিদ্দিক
*খেলাধুলা:বাসুদেব দাশগুপ্ত
*গণদেবতা:তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
*গোরা:রবীন্দ্রনাথ ঠাকুর
* গোলাপ মেয়ের সাথে স্বর্গযাত্রা:নাসিমূল আহসান
*চিলেকোঠার সেপাই:আখতারুজ্জামান ইলিয়াস
*চাঁদের অমাবস্যা:সৈয়দ ওয়ালীউল্লাহ
*চোখের বালি:রবীন্দ্রনাথ ঠাকুর
*চন্দ্রলেখার জাদুবিস্তার:নাসরীন জাহান
*ছাপ্পান্ন হাজার বর্গমাইল:হুমায়ুন আজাদ
*জীবন ও রাজনৈতিক বাস্তবতা:শহীদুল জহির
*জীবন আমার বোন:মাহমুদুল হক
*জাগরী:সতীনাথ ভাদুড়ী
*ডুব জলে যেটুকু প্রশ্বাস:মলয় রায় চৌধুরী
*ঢোঁড়াই চরিত মানস:সতীনাথ ভাদুড়ী
*তিথিডোর:বুদ্ধদেব বসু
*তিতাস একটি নদীর নাম:অদ্বৈত মল্লবর্মণ
*তেইশ নম্বর তৈলচিত্র:আলাউদ্দিন আল আজাদ
*তিস্তাপারের বৃত্তান্ত:দেবেশ রায়
*দ্বিতীয় দিনের কাহিনী:সৈয়দ শামসুল হক
*দোজখনামা:রবিশঙ্কর বল
*দৃষ্টিপাত:নরসিংহ দাশ
*দিবারাত্রির কাব্য:মানিক বন্দ্যোপাধ্যায়
*ধুলোমাটি:ননী ভৌমিক
*নয়নতারা:শিবনাথ শাস্ত্রী
*নীলকণ্ঠ পাখির খোঁজে:অতীন বন্দ্যোপাধ্যায়
*নবাঙ্কুর:সুলেখা স্যানাল
* প্রথম প্রতিশ্রুতি-সুবর্ণলতা-বকুলকথা ( ত্রয়ী ):আশাপূর্ণা দেবী
*প্রদোষে প্রাকৃতজন:শওকত আলী
*পুতুলনাচের ইতিকথা:মানিক বন্দ্যোপাধ্যায়
*পথের পাঁচালী:বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
*পূর্ব-পশ্চিম:সুনীল গঙ্গোপাধ্যায়
*পিঞ্জরে বসিয়া শুক:কমলকুমার মজুমদার
*পদ্মা নদীর মাঝি:মানিক বন্দ্যোপাধ্যায়
*পাঁক:প্রেমেন্দ্র মিত্র
*পূর্ণ অপূর্ণ:বিমল কর
*পিতৃগণ:জাকির তালুকদার
*বয়ন:পাপড়ি রহমান
*বিবর:সমরেশ বসু
*বিষাদ-সিন্ধু:মীর মশাররফ হোসেন
*বারো ঘর এক উঠোন:জ্যোতিরিন্দ্র নন্দী
*বাড়ি বদলে যায়:রমাপদ চৌধুরী
*ভাওয়াল গড়ের উপাখ্যান:আবু জাফর শামসুদ্দীন
*মৈত্রেয় জাতক:বাণী বসু
*মৎস্যগন্ধা:অচ্যুত গোস্বামী
*মাল্যবান:জীবনানন্দ দাশ
*যেদিন ফুটল কমল:বুদ্ধদেব বসু
*রহু চণ্ডালের হাড়:অভিজিৎ সেন
*রাজনটী:স্বকৃত নোমান
*রেলকামরার যাত্রীরা:শরৎকুমার মুখোপাধ্যায়
*রত্নদীপ:প্রভাতকুমার মুখোপাধ্যায়
*রাইফেল রুটি আওরাত:আনোয়ার পাশা
*লালসালু:সৈয়দ ওয়ালীউল্লাহ
*লোহিত পারের উপকথা:সমর দেব
*শতকিয়া:সুবোধ ঘোষ
*শবনম:সৈয়দ মুজতবা আলী
*গড় শ্রীখণ্ড:অমিয়ভূষণ মজুমদার
*সূর্য দীঘল বাড়ি:আবু ইসহাক
*সারেং বৌ:শহীদুল্লা কায়সার
*সাদা খাম:মতি নন্দী
*সংশপ্তক:শহীদুল্লা কায়সার
*সময় অসময়ের বৃত্তান্ত:দেবেশ রায়
*সব কিছু ভেঙে পড়ে:হুমায়ুন আজাদ
*সৃষ্টি:সঞ্জয় ভট্টাচার্য
*স্বর্ণলতা:তারকনাথ গঙ্গোপাধ্যায়
*হারবার্ট:নবারুণ ভট্টাচার্য
*হাঁসুলী বাঁকের উপকথা:তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

2 Comments

  1. ঘুনপোকা এই তালিকায় থাকার মত উপন্যাস নয়??? sorry মানতে পারলাম না

Leave a Reply

Your email address will not be published.




This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.